সারাদেশে যুবদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৮-০৫-২০২২ ১৯:৫০

আপডেট: ২৮-০৫-২০২২ ১৯:৫০

ডেস্ক প্রতিবেদন: নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও দলীয় চেয়ারপারসনকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। এসব কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দেশে লুটপাট আর মাফিয়ার রাজত্ব কায়েম করেছে। এখন থেকে আঘাত আসলে পাল্টা আঘাতের ঘোষণা দেন বিএনপি নেতারা।

পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয় যুবদলের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশে সাবেক ছাত্রনেতা, যুবদল ও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি এবং ছাত্রদলের ওপর হামলার জন্য ক্ষমতাসীনদের পাল্টা জবাব দেয়ার ঘোষণা দেন তারা।

ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরেও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। ঝিনাইদহের কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগে অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

এদিকে, বরিশালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ শেষে মিছিল বের করলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কা-ধাক্কি ও বাকবিতণ্ডের ঘটনা ঘটে।

এছাড়া রংপুর, মাগুরা, শেরপুরসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংগঠনগুলোর সহঅবস্থান নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হলে লাগাতার আন্দোলনোর হুঁশিয়ারি দেন তারা। 

EHM/sharif