আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর একজন কর্নেলকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলের দিকে দুই মোটরসাইকেল আরোহী গুলি ছুঁড়লে এ হত্যাকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার বলেছেন, ২০২০ সালের পর থেকে এটি ইরানে সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন। সে বছর একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি গাড়ির ভেতর একজন রক্তাক্ত ব্যক্তিকে নুয়ে থাকতে দেখা যায়। তখনো তার সিটবেল্ট বাঁধা ছিল।
কর্নেল খোদাই ছিলেন অভিজাত কুদ্স ফোর্সের একজন জ্যেষ্ঠ সদস্য। এটি বিপ্লবী গার্ড বাহিনীর একটি রহস্যময় বৈদেশিক শাখা যা বিদেশে অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্র ওই বাহিনীকে সন্ত্রাসী সংগঠনকে মদদ দেওয়া ও মধ্যপ্রাচ্যর বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য দায়ী করে থাকে।
AR/ramen