ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ হকির আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশকে ৫-১ গোলে হারিয়েছে ভারত।
খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ভারতীয়রা। তাতে একের পর এক গোল হজম করতে থাকে বাংলাদেশ। লাল সবুজ জার্সির দলের পক্ষে একমাত্র গোলটি করেন আরশাদ।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জিতেছিলো স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। আগামী ২৩শে মে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
SMS/joy