নিজস্ব প্রতিবেদক: একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় বাঁধা সৃষ্টিকারীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৮ই এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাদের ফিরিয়ে দেয়ার দাবিতে আয়োজিত আলোচনাসভায় এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতা ধরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে সংকট তৈরি করছে ক্ষমতাসীনরা। সরকারকে হটাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের প্রস্তুতি চলছে জানিয়ে তা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
‘ইলিয়াস আলীসহ সব গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শীর্ষক এই আলোচনাসভাটি পরিচালনা করছেন বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল।
এসময় আরও উপস্থিত আছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া, ঢাবির সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা, ছেলে আবরার ইলিয়াস, বৃটিশ হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি সালাওয়াত এডুফি সহ গুম হওয়া পরিবারের সদস্যরা।
MNU/ramen