তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী

প্রকাশিত: ১৮-০৪-২০২২ ১২:৪৯

আপডেট: ১৮-০৪-২০২২ ১৯:২৬

নিজস্ব প্রতিবেদক: রোজা, গরম আর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। সকাল থেকেই সড়কে গাড়ির দীর্ঘ সারিতে যেন স্থবির হয়ে পড়ে নগরের জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে সে সারি আরো দীর্ঘ হয়েছে। ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। সময় বাচাঁতে অনেককেই গণপরিবহ ছেড়ে পায়ে হেটে গন্তব্য যাচ্ছে। 

রাজধানীতে যানজটের এ চিত্র নতুন নয়। তবে রোজা শুরু পর থেকে তা তীব্র অকার ধারন করেছে। সাথে যুক্ত হয়েছে তীব্র তাপদাহ। যানজট আর, গরম অস্বস্তিতে ফেলেছে নগরবাসীকে। যানজটের কারনে মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে  ঘন্টার পর ঘন্টা।যানজট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদেরও। 

রোজার সময় সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান প্রায় একই সময় শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। 

 

 

MNU/ramen