নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল নির্মূলের চক্রান্তে সরকার বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারবে না আমেরিকার দেয়া মানবাধিকার প্রতিবেদনে তা আরো জোরালো হয়েছে বলেও দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরতেই আজ শনিবার (১৬ এপ্রিল) সকালে বিএনপি’র এই সংবাদ সম্মেলন। এতে সম্প্রতি খালেদা জিয়ার পুত্রবধু জোবায়দা রহমানের লিভ টু আপিল আবেদন আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এসময় দলের মহাসচিব জানান, জিয়া পরিবারের সদস্যদের হয়রানি ও হেয় করতেই উদ্দেশ্যমূলকভাবে এ মামলা দেয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে ক্ষমতাসীনরা। আমেরিকার দেয়া মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বিষয়টি উঠে আসায় বিএনপি’র দীর্ঘদিনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশে শক্তিশালী বিরোধী দলের অভাব রয়েছে, ক্ষমতাসীনদলের নেতাদের এমন বক্তব্যও নাকচ করে দেয়া হয় সংবাদ সম্মেলনে।
GM/ramen