২৫শে মার্চের ইতিহাস জানার তাগিদ

প্রকাশিত: ২৫-০৩-২০২২ ১৪:২৫

আপডেট: ২৫-০৩-২০২২ ১৮:০০

লাবণী গুহ: একাত্তরে বাংলাদেশে চালানো গণহত্যার পাঁচ দশক পর এখন সময় এসেছে একে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার। না হলে একই ঘটনা বারবার ঘটবে বলে সতর্ক করলেন বিশিষ্টজনেরা। তারা বললেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের জন্মলগ্নের এই ইতিহাস জানা অত্যন্ত জরুরী। সকালে বাংলা একাডেমিতে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। 

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশের গণহত্যার পাঁচ দশক ও আন্তর্জাতিক স্বীকৃতি’ বিষয়ে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই সেমিনারের আয়োজন। 

শুক্রবার (২৫শে মার্চ) সকালে বাংলা একাডেমিতে আয়োজিত এই সেমিনারে গণহত্যা জাদুঘরের ট্রাস্টি ও লেখক শাহরিয়ার কবির বলেন, দেশে প্রকৃতপক্ষে কতগুলো গণহত্যার ঘটনা ঘটেছিলো তা এখনো অজানা। তিনি বলেন, এখন সময় এসেছে এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের।

এসময় গণহত্যা জাদুঘরের সভাপতি ও ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন, দেশের ৬৪ জেলায় গণহত্যার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। যা ইতিহাসের জন্য জরুরি। কাজগুলো ভবিষৎ প্রজন্মের জন্য দলিল হয়ে থাকবে বলে জানান তারা।

LGR/prabir