শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

প্রকাশিত: ২৫-০৩-২০২২ ০৯:১৭

আপডেট: ২৫-০৩-২০২২ ১৬:১৪

সাভার সংবাদদাতা: আগামীকাল মহান স্বাধীনতা দিবসে, একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত, সাভারের জাতীয় স্মৃতিসৌধ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ। উদযাপন নির্বিঘœ করতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 

স্বাধীনতা দিবস উদযাপন ও একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের অপেক্ষায় গোটা জাতি। ২৬শে মার্চের প্রথম প্রহরে লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদী। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ আগেই শেষ হয়েছে। সৌধ স্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদীসহ পুরো এলাকা ধুয়েমুছে করা হয়েছে পরিচ্ছন্ন। স্মৃতিসৌধের ফটক থেকে বেদী পর্যন্ত পায়ে হাঁটা পথ ছড়াচ্ছে শুভ্রতা। বাহারি ফুলে সাজানো হয়েছে বেদীর সবুজ চত্ত¦র।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও শেষ হয়েছে। উদযাপন নির্বিঘœ করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

MHS/prabir