ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক নাট্যোৎসব

প্রকাশিত: ২১-০৩-২০২২ ১২:৫২

আপডেট: ২১-০৩-২০২২ ১২:৫২

অনলাইন ডেস্ক: ‘শতবর্ষের এই আলোকতীর্থে স্বাধীনতার এই বীজভূমে আমাদের সৃষ্টির এই উৎসব সত্তা ও স্বপ্নের ভাষায় করি কলরব’- এই আহ্বান নিয়ে আজ সোমবার (২১শে মার্চ) থেকে শুরু হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১’। 

করোনার কারণে গেল বছর থামিয়ে দিতে হয়েছিল এই বর্ণাঢ্য বার্ষিক আয়োজন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিভাগের নাটমন্ডল মিলনায়তনে এই নাট্যোৎসবে আনন্দমুখর পরিবেশে মোট ৯টি নাটক মঞ্চস্থ হবে। 

আজ সন্ধ্যা ৭টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী দিন থেকে ২৬ মার্চ পর্যন্ত স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ মঞ্চস্থ হবে, নির্দেশনা দিয়েছেন বিভাগীয় অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় ৭টি নাটক- ‘খারিজ’, ‘কোথায় পাব তারে’,‘রেপার্টরি থিয়েটার এ প্লে’, ‘দ্য শ্যাডো অব হামিংবার্ড’, ‘দ্য টু ক্যারেক্টার প্লে’, ‘শেষ গোধূলীর ঘুম’ ও ‘নাথবতী অনাথবৎ’ মঞ্চস্থ হবে ২৭ মার্চ  (রোববার) থেকে ২৯ মার্চ (মঙ্গলবার)। ৩০ মার্চ (বুধবার)থেকে ১ এপ্রিল (শুক্রবার)পর্যন্ত মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’।

 

lamia/habib