জীবন পাল্টাতে পথ নাটক

প্রকাশিত: ০৭-০৩-২০২২ ০৯:৪৯

আপডেট: ০৭-০৩-২০২২ ১১:০৯

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী। গ্রামগুলোতে সচেতনতামূলক পথ নাটক মঞ্চায়নের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে নানা পরামর্শ দেয়া হচ্ছে। নিজস্ব ভাষায় হওয়ায় সাঁওতালরা সাদরে গ্রহণ করছে এই নাটক। পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে আয়োজকরা। 

সরকারি হিসেবে দিনাজপুরে প্রায় ১ লাখ ১০ হাজার আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। যার মধ্যে ৯০ শতাংশের বেশি সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। কুসংস্কারসহ নানা কারণে এই সম্প্রদায় মানুষ সমাজে অন্যদের চেয়ে পিছিয়ে আছে। এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দিনাজপুরের বিভিন্ন গ্রামে মঞ্চস্থ হচ্ছে পথ নাটক। 

নিজেদের ভাষায় লেখা এ পথ নাটকে দর্শকদের যেমন বিনোদন দেয়া হচ্ছে, তেমনি দেয়া হচ্ছে নানা পরামর্শ। 

এই নাটকে যারা অভিনয় করছেন, তারাও সকলেই ক্ষুদ্র নৃ-গোষ্টীর। নিজের ভাষায় নাটক উপস্থাপন করতে পেরে বেশ স্বাচ্ছন্দবোধ করছেন নাট্যকর্মীরাও।

নাটকের পরিচালক ও আয়োজকরা জানালেন, নাটকের মাধ্যমে পিছিয়ে পড়া এই জনগোষ্টীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন তারা।

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টীর জন্য এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার আহ্বান জানান তারা। 

 

SAI/prabir