আবারও বড় পর্দায় ঐশ্বরিয়া রাই

প্রকাশিত: ০৩-০৩-২০২২ ২০:৫৩

আপডেট: ০৩-০৩-২০২২ ২০:৫৩

বিনোদন ডেস্ক: চার বছরের বিরতির পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সাবেক এই বিশ্বসুন্দরীকে দেখা যাবে দক্ষিণের একটি সিনেমায়। 

ছবির নাম ‘পনিইন সেলভান’ সংক্ষেপে ‘পিএস-ওয়ান’। মনি রত্মম পরিচালিত সিনেমাটির প্রকাশিত পোস্টারে ঐশ্বরিয়াকে দেখা গেছে লাল ও সোনালি রঙের শাড়িতে।

ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লিখেছেন, “৩০শে সেপ্টেম্বর সোনালী যুগ আসতে চলেছে বড় পর্দায়।”

‘পনিইন সেলভান’ এ ঐশ্বরিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন বিক্রম, কার্তি, ত্রিশা কৃষ্ণান, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী এ আর রহমান।

এনিয়ে চতুর্থবার মনি রত্মমের পরিচালনায় কাজ করছেন ঐশ্বরিয়া। নতুন এই চলচ্চিত্রে দু'টি চরিত্রে ঐশ্বরিয়া অভিনয় করছেন বলে খবর প্রকাশ হয়েছে। একটির নাম নন্দিনী এবং অন্যটির নাম মন্দাকিনী দেবী।

rocky/sharif