ন্যায়বিচার পাইনি, আপিলে যাবো- নিপুণ

প্রকাশিত: ০২-০৩-২০২২ ১৮:৩৪

আপডেট: ০২-০৩-২০২২ ১৮:৩৪

অনলাইন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতাকে বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করা হয়।  বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (০২ মার্চ) এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জায়েদ ও নিপুণ। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ আক্তার। সংবাদমাধ্যমকে নিজেই এতথ্য নিশ্চিত করেছেন তিনি।

নিপুন আক্তার বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। আমি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ। তাই এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবো। বিষয়টি দেখছেন আমার আইনজীবী। এরই মধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন।’

গত ২৮শে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

তারও আগে গত ২২শে ফেব্রুয়ারি হাইকোর্টের রুল শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৩ ফেব্রুয়ারি তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু ওইদিন শুনানি মুলতবি করে নতুন তারিখ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)। তবে, সেদিন কার্যতালিকায় থাকলেও রিটের শুনানি হয়নি। নিপুণের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ পিছিয়ে নতুন করে তারিখ নির্ধারণ করেন।

উল্লে­খ্য, গত ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

afroza/sharif