চার বছর পর রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ

প্রকাশিত: ০২-০৩-২০২২ ১৭:০৯

আপডেট: ০২-০৩-২০২২ ১৭:০৯

বিনোদন ডেস্ক: আজ (দোসরা মার্চ) বুধবার দুপুরে নেটমাধ্যমে পাঠান ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। চার বছর পর আবার দেখা যাবে বলিউডের কিং খান শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে। সেই সাথে আরেক নায়ক কে দেখা যাবে একই পর্দায়। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির প্রথম ঝলক পোস্ট করেছেন শাহরুখ তার নিজের স্যোসাল মিডিয়াতে। আবেগ আপ্লুত হয়ে বলিউড খান সেই পোস্টে লিখেছেন, ‘জানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু তারিখটা মনে রাখুন। পাঠানের সময় শুরু হল, এখন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা হবে আপনাদের সঙ্গে।’ 

জানা যায় হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। চার বছর পরে আবার পর্দায় শাহরুখকে দেখার জন্য আকুল তাঁর অনুরাগী মহল। পোস্টকৃত সেই ভিডিওতে ভিডিও তে শাহরুখ আবছা থাকলেও ছবির নায়িকা দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামকে স্পষ্ট দেখা গেল । পরিচয় করালেন ‘পাঠান’-এর সঙ্গে। তার দেশপ্রেমের স্তুতি গাইলেন দুই তারকা। ভারতই তার ধর্ম, ভারতের কল্যাণই তার কর্ম। আসছে সেই ‘পাঠান’।

সবশেষ শাহরুখ খানকে ২০১৮ সালে ‘জিরো’ মুভিতে আনুষ্কা শর্মার সাথে দেখা গিয়েছিল।

mina/sharif