বিনোদন ডেস্ক: সদ্য বিয়ে করেই খুশির সংবাদ দিলেন ফারহান-শিবানী যুগল। মা হতে চলেছে শিবানী।
গত ১৯শে ফেব্রুয়ারি মুম্বাইয়ে বিয়ে করেছেন এই বলিউড যুগল। সেই রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন তাদের অনুরাগীদের। শিবানী তার ইন্সটাগ্রামে একের পর এক দুজনের ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, ফারহান আর শিবানীর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে। আর সেখানেই অনুসারীরা শিবানীর চেহারা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তিনি কি অন্তঃসত্ত্বা ?
একেবারে হাল্কা পেঁয়াজি রঙের ছোট গাউনে স্বামী ফারহানের সঙ্গে ছবি দিয়েছেন শিবানী। সেই ছবি দেখে অনুরাগীদের অনেকে মনে করেছেন বিয়ের পরেই শিবানী মা হতে চলেছেন এবং তা নিঃসন্দেহে ভাল খবর। অনেকেই নব দম্পতিকে নতুন অতিথি আসার শুভেচ্ছা জানিয়েছেন পোস্টের কমেন্টে।
mina/habib