শ্রীদেবী কন্যা খুশিও আসছেন সিনেমায়

প্রকাশিত: ২৭-০২-২০২২ ১১:৫৮

আপডেট: ২৭-০২-২০২২ ১১:৫৮

বিনোদন ডেস্ক: প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের পর ছোট মেয়ে খুশি কাপুরও নাম লেখাচ্ছেন বলিউডের সিনেমায়। তার বাবা বনি কাপুরের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এপ্রিলের দিকে সিনেমার শ্যুটিংয়ে যোগ দেবেন খুশি। তবে সিনেমার নাম কিংবা পরিচালকের নাম এখনই জানাতে চাননি বনি; বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

কয়েক মাস ধরে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে একটি সিনেমায় খুশির অভিনয়ের গুঞ্জনের চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া; একসঙ্গে তাদের নাচের রিহার্সেল করতে দেখা গেছে দু’জনকে।

এদিকে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই জাহ্নবীর সঙ্গে খুশি কাপুরকে দেখা যায়। সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। অভিষেকের আগেই বেশ জনপ্রিয় খুশি। এদিকে ভক্তরাও শ্রীদেবীর ছোট কন্যাকে রুপালি পদার্য় দেখার জন্য উন্মুখ।

উল্লেখ্য, শ্রীদেবী ১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাথটবে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। কিন্তু তার মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

 

MHS/habib