ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। রাজশাহীতে, চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
খেলার ২৪ মিনিটে পেনাল্টি থেকে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন ইবিমোভা থ্যাঙ্কগড। ৭১ মিনিটে উইলিয়াম ব্যবধান বাড়ান। ৭৯ মিনিটে জাহেদুল ব্যবধান কমালেও স্বাধীনতা ক্রীড়া সংঘের পরাজয় এড়াতে পারেনি।
এদিকে, গোপালগঞ্জে, উত্তর বারিধারা হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। খেলার ৫৮ মিনিটে আরিফ এবং ৬৫ মিনিটে সুজন উত্তর বারিধারা ক্লাবকে এগিয়ে নেন। ৮৮ মিনিটে মুক্তিযোদ্ধা ব্যবধান কমায়। বাকি সময় কোন দল গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর বারিধারা।