পাবনা সংবাদদাতা: আওয়ামী লীগ নয়, বিএনপি’র বিদায় ঘণ্ট বেজে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার (১৯শে ফেব্রুয়ারি) দুপুরে, পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, ঘরে বসে বিএনপি, আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে। হাছান মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্ধকারের পথ ধরে ক্ষমতায় আসা সম্ভব নয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
/admiin