শেরপুর সংবাদদাতা: শেরপুরে সোহাগপুর বিধবাপল্লীতে 'সৌরজায়া' স্মৃতিসৌধের ফলক উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক মোমিনুর রশীদ এই ফলক উন্মোচন করেন। প্রায় তিন বছরের প্রচেষ্টায় তিন শতাংশ জমির উপর নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধটি। যার সামনের রাস্তার জন্য স্থানীয় দুই ব্যাক্তি এক শতাংশ জায়গা দিয়েছেন।
১৯৭১ সালের ২৫শে জুলাই উপজেলার সীমন্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘন্টার তান্ডব চালায়। গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে তারা। এসময় ৬২ জন নারী বিধবা হন এবং তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন। এরপর থেকেই সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বীরজায়াদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার ভোজ্যতেল ও নুডুলস দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমদ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী কমিশনার (নেজারত) সাদিক আল শাফিন, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) সানাউল মোর্শেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
/admiin