আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করার প্রতিবাদে কানাডার অটোয়াতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার।
এসময় জরুরি অবস্থা জারি করা হলে শুক্রবার পুলিশ কঠিন অভিযান শুরু করে। এর ফলে আন্দোলনকারীদের সাথে তুমুল সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের পিটিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। অনেকের হাত বেঁধে ফেলা হয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করেছে।
উল্লেখ্য, ট্রাক চালকদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করায় দেশটিতে গত জানুয়ারিতে ‘ফ্রিডম কনভয়’ নামের বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকরা। এ ঘটনায় রাজধানী অটোয়াসহ বিভিন্ন শহরের স্বাভাবিক জীবনে দেখা দিয়েছে বিশৃংখলা।
/admiin