রাজশাহী সংবাদদাতা: করোনা সংক্রমন বাড়ায় রাত ৮টার পর রাজশাহীতে সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৯শে জানুয়ারি) সকালে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আর তা আজ থেকেই কার্যকর হবে।
এর আগে শুক্রবার জেলা পর্যায়ের করোনা ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধন্ত নেয়া হয়। পরে সন্ধ্যার পর থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।
গত এক দিনে করোনায় রাজশাহী এবং নওগাঁ একজন করে দুজন মারা গেছেন। এ ছাড়া করোনা উপসর্গে আরও দুজন মারা গেছেন। এই দুজন রাজশাহী জেলার বাসিন্দা। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি।
/admiin