মাদারীপুর সংবাদদাতা: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরির সংখ্যা কম থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন পারাপারে ভোগান্তি বেড়েছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনকে মহাসড়কে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরিই ফেরি সংখ্যা বাড়ানো হবে।
ফেরি চলাচলের সময় পদ্মা সেতুর পিলারের সাথে বারবার ধাক্কা লাগায় গত বছরের ১৮ই আগষ্ট থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। এরপর কয়েক দফায় সীমিত আকারে ফেরি চালুর পর তা আবার বন্ধ করা হয়। পরে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাটে স্থানান্তরিত করা হয় ফেরিঘাট। কিন্তু ওই রুটের বিভিন্ন পয়েন্টে ডুবোচর জেগে ওঠায় প্রায়ই বন্ধ থাকে ফেরি চলাচল।
গেল নভেম্বর মাসে স্বল্প পরিসরে বাংলাবাজার-শিমুলিয়া রুটে আবারো ফেরি চলাচল শুরু হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪-৫টি ফেরি দিয়ে এ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি পারাপার করা হয়।
বিআইডব্লিউটিসি'র কর্মকর্তা সালাহউদ্দিন জানালেন, খুব শিগগিরিই ফেরির সংখ্যা বাড়ানো হবে।
যাত্রীদের ভোগান্তি লাঘবে দ্রুত ফেরির সংখ্যা বাড়ানো হবে এমটাই আশা সংশ্লিষ্টদের।