নিজস্ব প্রতিবেদক: উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ২০ কিলোমিটার পথের সংযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ (২৭ শে জানুয়ারি) সবশেষ ভায়াডাক্ট স্থাপন করার মধ্য দিয়ে সংযোগ সম্পূর্ণ হয়। এখন এর ওপর রেল লাইন বসবে। আগামি ডিসেম্বরে মেট্রোরেলের প্রথম অংশ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার পথ উদ্বোধনের পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের।
আরো একটি বড় সফলতা যুক্ত হলো মেট্রারেল প্রকল্পে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার উড়াল পথ এখন পুরোটাই দৃশ্যমান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি পিলারকে যুক্ত করে সবশেষ ভায়াডাক বা সংযোগ স্থাপনের কাজ শেষ হয়। এসময় আনন্দ ছড়িয়ে পড়ে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীদের মাঝে।
এর আগে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথের সংযোগ স্থাপনের কাজ শেষ হয়। এই অংশে এখন পরীক্ষ মূলকভাবে চলছে ট্রেন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৮ কিলোমিটার পথের ৫ কিলোমিটারে এরই মধ্যে রেল পথ বসানোর কাজও শেষ হয়েছে বলে জানালেন, ঢাকা মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
প্রকল্পের প্রথম অংশ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার পথ ডিসেম্বেরে আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। ২০২৩ সালের ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা।