নিজস্ব প্রতিবেদক : কিছু ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা অনেক গ্রাহকের টাকা ফেরত দেয়া শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অগ্রিম টাকা নিয়ে পণ্য না দেয়ার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া কোম্পানি কিউকমে আটকে থাকা গ্রাহকের ৬০ কোটি টাকা ফেরত দেয়া হবে। টাকা পাবে এমন গ্রাহকের সংখ্যা ছয় হাজার সাতশ একুশ জন। এরমধ্যে ২০ জনকে ৪০ লাখ টাকা দেয়া হয়েছে।
দুপুরে, বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে একথা জানিয়েছে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, বাকি গ্রাহকরা আগামী দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত পাবেন।
বাণিজ্য সচিব বলেন, কিউকম ছাড়া আলিশা মার্ট, ধামাকা শপিং ও আলাদীনের প্রদীপসহ অন্যান্য যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকদের টাকা আটকে আছে সেগুলো উদ্ধারে কাজ করতে পাঁচ সদস্যের কমিটি করে দেয়া হয়েছে।