ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে পরবর্তি রাউন্ড নিশ্চিত করেছে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে ক্লাব ব্রুজকে ৪-১ গোলে হারিয়ে এ-গ্রুপের দ্বিতীয় স্থান থেকে নক আউট পর্বে উঠে পিএসজি। দলের পক্ষে দুটি করে গোল করেছেন এমবাপ্পে এবং লিওনের মেসি। একই গ্রুপে স্বাগতিক আরবি লাইপজিগের বিপক্ষের ম্যাচে হেরেছে ম্যানচেস্টার সিটি। তবে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষ স্থানে থেকে পরবর্তি রাউন্ড নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ইতালিতে আরেক ম্যাচের স্বাগতিক এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে বি গ্রুপের শীর্ষ স্থানে থেকে পরবর্তি রাউন্ড নিশ্চিত করে লিভারপুলও।
/admiin