নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার সরকার হরণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে লিফলেট বিতরণ কর্মসূচিতে তারা বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। এদিকে, বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সোমবার রাজধানীর শান্তিনগর বাজারে লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যে বক্তব্য দিয়েছে, সরকারের উচিত সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া। এদিকে, খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। এসময় অসুস্থ খালেদা জিয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
/admiin