লা লিগায় সেভিয়াকে হারাল রিয়াল

প্রকাশিত: ২৯-১১-২০২১ ০৯:৩৮

আপডেট: ২৫-০১-২০২২ ০৯:৫৮

ক্রীড়া ডেস্ক: লা লিগার টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা জাগিয়েও বাস্তবে রূপ দিতে পারেনি সেভিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যবধান গড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। রোববার রাতের ম্যাচে শেষমেষ ২-১ গোলে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শুরু থেকেই উত্তাপ ছড়াচ্ছিল দুই দল। গোলের উদ্দেশে রিয়ালের ১৪ শটের চারটি ছিল লক্ষ্যে। আর সেভিয়ার ১১ শটের ছয়টি লক্ষ্যে ছিল।

আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে নবম মিনিটে প্রথমে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। এর দুই মিনিট পরই এগিয়ে যায় সেভিয়া। কর্নার থেকে স্প্যানিশ স্ট্রাইকার রাফা মিরের হেডে বল জাল খোঁজে নেয়। রাফা মিরের গোলে সেভিয়া এগিয়ে যাওয়ার পর ৩২তম মিনিটে সমতা টানেন করিম বেনজেমা।

বিরতির পর খেলার গতি কিছুটা কমে আসে। ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। তবে শেষ মুহুর্তে জয় সূচক গোল করেন ভিনিসিউস। ১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চারে সেভিয়া।

/admiin