নিজস্ব প্রতিবেদক: বিএনপি বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার (২৮শে নভেম্বর) বিকেলে সংসদ ভবন কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জনগণের বিশ্বাস হারিয়ে দলটি রাজপথে নামার ঘোষণা দিয়েও ঘরে বসে থাকে।
ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপির সৃষ্টি, এখনো তারা হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতি করেই ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
/admiin