মুগদায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ২৭-১১-২০২১ ১০:৪৯

আপডেট: ২৫-০১-২০২২ ০৯:৫৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ স্ত্রী-সন্তানের পর এবার মারা গেলেন গৃহকর্তা সুধাংশু। আজ শনিবার (২৭শে নভেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এর আগে গত ২২শে নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সুধাংশুর স্ত্রী প্রিয়াঙ্কা (৩০) ও তার ছেলে অরূপ (৫) মারা যান। এ ঘটনায় প্রিয়াঙ্কার মা শেফালী চিকিৎসাধীন রয়েছেন। আগুনে তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

গত ২২শে নভেম্বর সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/admiin