পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে শিমু আক্তার নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়। পরে এর সাথে জড়িত থাকা আরো পাঁচ জনকে আটক করা হয়েছে।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক জানান, শুক্রবার খাদ্য অধিদপ্তরের অধিনে উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায়। এর কিছুক্ষণ পর শিমু আক্তার নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে ওই পরীক্ষার্থীকে তল্লাশি করে ডিভাইস উদ্ধার করা হয়। এ সময় হলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে শিমু আক্তারকে আটকের পর তার সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজনের তথ্য পায় পুলিশ। পরে শহরের বিভিন্ন এলাকা থেকে মাকসুদুর রহমান, মোঃ রাসেল, জহিরুল ইসলাম, কাওছারুল আলম, মোঃ ইউসুফ সোহেলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।