সুবীর নন্দীর জন্মদিন আজ

প্রকাশিত: ১৯-১১-২০২১ ১১:৩২

আপডেট: ২৫-০১-২০২২ ০৯:৫৮

অনলাইন ডেস্ক: আজ ১৯শে নভেম্বর। একুশে পদকপ্রাপ্ত ও দেশ বরেণ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর জন্মদিন । প্রয়াত এই শিল্পী ১৯৫৩ সালের এই দিনে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় নন্দীপাড়া নামক গ্রামে সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

দেশের সঙ্গীতের যে কতো বড় বন্ধু সুবীর নন্দী সেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয়। পেশায় ব্যাংকার সুবীর নন্দী সঙ্গীতকে ভালবেসেছেন, নিজের মন প্রাণ উজার করে দিয়েছেন সঙ্গীতের জন্য। শৈশবে মায়ের কাছে সঙ্গীতে হাতখড়ি।

আনুষ্ঠানিকভাবে সঙ্গীত সাধনায় মগ্ন হন ওস্তাদ বাবর আলী খানের কাছে। সুবীর নন্দী প্রথম বেতারে গান করেন ১৯৬৭ সালে। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও তার সদর্প দীর্ঘ পদচারণা ছিল। চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন ১৯৭৪ সালে, ‘সূর্য গ্রহণ ছবিতে।

পেশাগত জীবনে ব্যাংকার সুবীর নন্দী সঙ্গীত সাধনার পথে ১৯৮১ সালে প্রথম একক গানের অ্যালবাম বের করেন। মন মাতানো সব গানের সেই ক্যাসেট জনপ্রিয়তা পায়। চল্লিশ বছরের শিল্পী জীবনে দেশকে উপহার দিয়েছেন আড়াই হাজারের বেশি গান। সমৃদ্ধ করেছেন দেশের চলচ্চিত্র শিল্পকেও। পাঁচবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০১৯ সালের ৭ই মে ৬৫ বছর বয়সে চিরতরে থেমে যায় বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর কণ্ঠ।

/admiin