পটুয়াখালী সংবাদদাতা : মামলার আসামীরা থানা চত্বরে উপস্থিত হয়ে ওসির সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। এতে বিপাকে পড়েছেন পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার প্রেক্ষিতে বাউফল থানা পুলিশ গত রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে থানা চত্বরে। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত হন দ্রুত বিচার আইনের একটি মামলার চার আসামি। তারা ওসির সাথে ছবিও তোলেন এবং পরে তা ফেইসবুকে পোস্ট করেন। সেখানে ওসির প্রশংসাও করেন আসামীরা।
ফেসবুকে পোষ্ট করা ছবিতে দেখা যায়, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান আসামীদের মাঝখানে দাঁড়িয়ে।
ঐ মামলার বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ মোহসিন বলেন, ‘মামলা তদন্তকালীন সময় আসামিদের নিয়ে আনন্দ উদযাপন, তাও আবার দ্রুত বিচার আইনের ধারার মামলায়। এটা খুবই দুঃখজনক। যা সঠিক বিচারের জন্য হুমকি।’
এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আনন্দ উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। অনেকেই আমার সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন। তাঁদের মধ্যে কে আসামী, আর কে আসামী না, তা আমার ঠিক চেনার কথা নয়। তবে যেহেতু আসামীদের উপস্থিতি ছিলো এবং তাদের ছবি নিয়ে আলোচনা উঠেছে, সে কারনে এখন তাদের গ্রেফতার করা পুলিশের জন্য সহজ হবে।’
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন