কুষ্টিয়া সংবাদদাতা: ন্যায্য মূল্যের দাবিতে কুষ্টিয়া পৌরসভা চত্বরে অনশন কর্মসূচী পালন করছেন জেলার তামাক চাষীরা। আজ সোমবার (০৮ মার্চ) সকাল ১১ টায় দেশিয় তামাক চাষী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচীতে যোগ দেন শত শত তামাকচাষী।
এসময় চাষীরা জানান, আগে ২৫-৩০টি দেশিয় কোম্পানী তাদের কাছ থেকে তামাক ক্রয় করত। কিন্তু দুটি বিদেশী কোম্পানীর আগ্রাসনে টিকতে না পেরে অধিকাংশ দেশিয় কোম্পানী পুঁজি হারিয়ে বাজার ছেড়েছে। এই সুযোগে বিদেশী কোম্পানীগুলো তুলনামূলক কম দামে তামাক কিনছে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তামাকচাষীরা। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইছেন আন্দোলনকারীরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন