নিজস্ব প্রতিবেদক: নতুন দ্বীপ হিসেবে ভাসানচর পুরোপুরি বসবাসযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগ ও সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল আন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের যৌথ গবেষণার ফলাফলে এমন দাবি করা হয়েছে। পাশাপাশি সেখানে স্থানান্তরিত রোহিঙ্গাদের সুপেয় পানি, নিজ ভাষায় পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।
আজ শনিবার (০৬ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সেমিনারে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণার মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান সুযোগ-সুবিধা, জীবিকা নিরাপত্তা ও সামাজিক সম্পর্ক এবং তারা কি ধরণের নিরাপত্তাজনিত সমস্যায় বসবাস করছে তা খতিয়ে দেখা।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভাসানচর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ জায়গা। দ্বীপটিতে রোহিঙ্গাদের জন্য আধুনিক সকল সুযোগ-সুবিধা এবং আয় রোজগারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রয়েছে তাদের উন্নত নিরাপত্তা এবং যাতায়াতের ব্যবস্থা। মানবাধিকার রক্ষার বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
বিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন