আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইরাক সফরে গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। অতিমারীর ঝুঁকি ও নিরাপত্তা উদ্বেগ মাথায় নিয়েই স্থানীয় সময় শুক্রবার (০৫ মার্চ) আলইটালিয়ার একটি উড়োজাহাজে করে ইরাকের রাজধানী বাগদাদ পৌঁছান তিনি।
শনিবার (০৬ মার্চ) নাজাফে ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরাকের সংখ্যালঘু খ্রিস্টানদের বিষয়ে আলোচনা করবেন তারা। তার এই সফর ইরাকের খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, সফরে পোপের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১০ হাজার ইরাকি নিরাপত্তারক্ষী। অন্যদিকে, পোপের এই সফরের বিরোধিতা করে দেশটির কয়েকটি শিয়া জঙ্গি দল দাবি করেছে এতে পশ্চিমা হস্তক্ষেপ আরও বাড়বে।
আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন