ক্রীড়া ডেস্ক: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসকে হারিয়েছে ইন্ডিয়া লিজেন্ডস। শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিংদের নিয়ে গড়া স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডস ১০ উইকেটে হারিয়েছে খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলটদের নিয়ে গড়া বাংলাদেশ লিজেন্ডসকে।
রোড সেফটি স্লোগান নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন শচীন-শেবাগরা। আগে ব্যাট করে, বাংলাদেশ লিজেন্ডস অলআউট হয় মাত্র ১০৯ রানে। ওপেনার নাজিমউদ্দিন বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন।
জবাবে শেবাগের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১০ ওভার ১ বলেই জয় পায় ইন্ডিয়ান লিজেন্ডস। শেবাগ ৩৫ বলে ৮০ ও শচীন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। শেবাগ হন ম্যাচ সেরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন