আন্তর্জাতিক ডেস্ক: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অং সান সু চিসহ আটক অন্য নেতাদের মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমাতে গত কয়েকদিন ধরেই সহিংস অবস্থানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক মাস ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ গেছে ৫৫ জনের। এদিকে মিয়ানমার থেকে শরণার্থী আসা ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে ভারত।
নজিরবিহীন বিক্ষোভের মুখে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির তরুণ-যুবকরা যেভাবে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তাতে রীতিমতো তটস্থ শাসকগোষ্ঠী। ধরপাকড় কিংবা সহিংসতা কিছুতেই দামানো যাচ্ছে না আন্দোলন।
সামরিক অভ্যুত্থান বিরোধী এই বিক্ষোভে গত এক মাসে পুলিশের সহিংসতায় প্রাণ গেছে অর্ধ শতাধিক বিক্ষোভকারীর। সহিংসতার পাশাপাশি চলছে ধরপাকড়ও। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। যাদের মধ্যে আছেন বেশ কয়েকজন সাংবাদিকও।
সামগ্রিক এই অবস্থা নিরসনে মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার।
এদিকে মিয়ানমার থেকে শরণার্থী আসা ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে ভারত। এরইমধ্যে সীমান্তে টহল বাড়িয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সামরিক জান্তার আদেশ মানতে চান না এমন কিছু পুলিশ সদস্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেয় ভারত।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন