আশিক মাহমুদ: থানা কম্পাউন্ড আর ট্রাফিক পুলিশের ডাম্পিং জোনে পড়ে থেকে নষ্ট হচ্ছে হাজার হাজার গাড়ি। নির্দিষ্ট কোন জায়গা না থাকায় সড়ক ও ফুটপাত দখল করে ফেলে রাখা হয়েছে বিভিন্ন সময় জব্দ ও উদ্ধার করা এসব যানবাহন। ডিএমপি কমিশনার বলছেন, ডাম্পিং জোনের জন্য নির্দিষ্ট জায়গা খুজছেন তারা।
রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানী থানার আশপাশের সড়ক ও ফুটপাতে পড়ে আছে পুলিশের জব্দ করা যানবাহন। একই চিত্র গুলশান থানার আশপাশের সড়ক ও ফুটপাতেরও।
বিভিন্ন সময় জব্দ করা এসব গাড়ি ফুটপাত ও রাস্তা দখল করে রেখে দিয়েছে পুলিশ। বছরের পর বছর পড়ে থেকে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ছে এগুলো। চুরি হয়ে যাচ্ছে অনেক গাড়ির মূল্যবান যন্ত্রাংশ।
খোঁজ নিয়ে জানা গেছে, জব্দ করা এসব গাড়ি রাখার জন্য ঢাকা মহানগর পুলিশের নির্দিষ্ট কোন জায়গা নেই। ফলে গাড়িগুলো রাস্তা, ফুটপাত, থানা কম্পাউন্ডসহ যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে বছরের পর পর।
রাজধানীর ৫০টি থানার প্রতিটিতে অন্তত তিন’শ করে গাড়ি খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে। আর ট্রাফিক পুলিশের চারটি অস্থায়ী ডাম্পিং জোনে কত হাজার গাড়ি মাটিতে মিলিয়ে যাচ্ছে তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলছেন, জব্দ করা এসব গাড়ি সংরক্ষণ করতে স্থায়ী ডাম্পিং জোনের জায়গা খুঁজছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত ডাম্পিং জোন করলে সমস্যা আরো বাড়বে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সঠিক নীতিমালা।
দেশের কোটি কোটি টাকার সম্পদ রক্ষার জন্য মামলার দীর্ঘসূত্রিতা কমানোর পক্ষেও মত তার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন