লালমনিরহাট সংবাদদাতা: জীবিত থাকা সত্বেও নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ি মৃত হিসেবে বিবেচিত হচ্ছেন লালমনিরহাটের ১১জন বাসিন্দা। নির্বাচন অফিসের গাফিলতি ও তথ্য সংগ্রহকারীর অবহেলায় এমনটি হয়েছে। এর ফলে, সরকারী সেবা ও করোনার টিকা গ্রহণসহ নানা প্রয়োজনীয় কাজে বিড়ম্বনার শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। নির্বাচন অফিসে যোগাযোগ করলেও কোন সুফল মিলছেনা। রয়েই গেছেন মৃতের তালিকায়।
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা গ্রামের সত্তরোর্ধ বৃদ্ধ আবুল কাশেম। বাস্তবে জীবিত থাকলেও নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত।
তার মতো সংকটে পড়তে হয়েছে আরো কয়েকজনকে। স্কুল শিক্ষক লক্ষী কান্ত রায়, গৃহীনি ফিরোজা বেগম, শিক্ষার্থী ইমতিয়াজ হোসেনসহ ১১ জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। এর ফলে তারা সরকারি-বেসরকারি নানা কাজে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
ভোটার তালিকায় মৃত হিসেবে থাকা এসব ব্যক্তি তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য জেলা নির্বাচন অফিসে আবেদন করেও সমাধান পাচ্ছেন না।
বেঁচে থেকেও মৃতের তালিকায় থাকার মতো বিড়ম্বনা থেকে দ্রুত মুক্তি চান ভুক্তভোগীরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন