নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের আট বছর পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র দাখিল হয়নি এখনো। তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে সাত বছর আগে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো হত্যারহস্য উন্মোচন হওয়ার কথা। আজও অভিযোগপত্র না দেয়ায় ক্ষুব্ধ ও শংকার কথা জানান নিহতের পরিবার।
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকা থেকে নিখোঁজ হন মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে এই হত্যাকান্ড তদন্তের দায়িত্ব পায় র্যাব। ২০১৪ সালে র্যাবের তৎকালিন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে জানান হত্যারহস্য উদঘাটিত হওয়ার কথা। শিগগিরি অভিযোগপত্র দাখিলের কথাও বলেছিলেন। কিন্তু অভিযোগপত্র দাখিল তো দূরের কথা, আট বছরেও শেষ হয়নি মামলাটির তদন্ত।
দীর্ঘদিনেও অভিযোগপত্র দাখিল না হওয়ায় হতাশ ত্বকীর স্বজনেরা। দাবি জানালেন দ্রুত তদন্ত শেষ করে হত্যাকান্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করার।
বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার সংগঠনের নেতারা বলছেন, আইন নিজের মতো চললে এতদিনে বিচার সম্পন্ন হতো।
তবে তদন্ত কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা র্যাব-১১’র অধিনায়ক।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন