নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত টুঙ্গিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রের মুক্তির দিন ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। আগামী ১২ মার্চ দেশজুড়ে ছবিটি মুক্তি দেয়া হবে বলে প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজ ও ছবির পোস্টারে জানানো হয়েছে।
এদিকে সেন্সর বোর্ড জানিয়েছে, এখনো ছবিটির ছাড়পত্রের বিষয়ে কোন সিদ্ধান্তে আসতে পারেননি তারা। শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান।
ছবিতে তুলে আনা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন সেই কাহিনিই তুলে আনা হয়েছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান, বেগম ফজিলাতুন্নেসার ভূমিকায় অভিনয় করেছেন দীঘি। অন্যান্য চরিত্রে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন