আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী প্রায় এক বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে ১৬ কোটি ৮০ লাখেরও বেশি শিশুর শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের তিন-চতুর্থাংশেরও বেশি শিশু শিক্ষা গ্রহণের সুযোগ হারিয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিশুদের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। এজন্য বিশ্বের সরকার প্রধানদের প্রতি স্কুল খোলার বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহŸান জানিয়েছে সংস্থাটি।
করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্বে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা ব্যবস্থা। বিশ্বজুড়ে এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৮৮ কোটি ৮০ লাখেরও বেশি শিশু তাদের পড়াশোনায় বাধার সম্মুখীন হয়। এছাড়া, প্রতি ৭ জনের মধ্যে একজন ব্যক্তিগত শিক্ষা গ্রহণের সুযোগ হারিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
ইউনিসেফের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের ১৪টি দেশের বেশিরভাগ স্কুল ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ছিলো। এই দেশগুলোর দুই-তৃতীয়াংশ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। সেসব দেশের প্রায় ৯ কোটি ৮০ লাখ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। পানামায় সবচেয়ে বেশি দিন স্কুল বন্ধ ছিলো এবং এর পরে রয়েছে এল সালভাদোর, বাংলাদেশ ও বলিভিয়া।
প্রতিবেদনে আরো বলা হয়, শিশুদের পড়াশোনা এবং সুস্থতার ক্ষেত্রে স্কুল বন্ধ রাখার পরিণতি ভয়াবহ হতে পারে। পুরোপুরি ও আংশিক স্কুল বন্ধ থাকায় শিশুদের বেড়ে ওঠা ও শিক্ষামূলক প্রক্রিয়ায় মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিশুদের স্কুলে না ফেরার ঝুঁকি তৈরি হয়েছে। শিশুরা তাদের শৈশবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছে।
এছাড়া শিশু-কিশোরদের বিকাশ ও সার্বিক কল্যাণ নিশ্চিতে আবারো স্কুল খোলার বিষয়টিকে অগ্রাধিকার দেয়ার জন্য বিশ্বের সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন