আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আবারও হামলার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির পুলিশ। নেয়া হয়েছে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা। এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (০৪ মার্চ) হামলার হামলার শঙ্কা রয়েছে।
হামলা ঠেকাতে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের (০৪ মার্চ) প্রতিনিধি পরিষদের অধিবেশনও। সম্ভাব্য যেকোন হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা বিভাগ, এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটিজ বিভাগের তথ্যের ভিত্তিতে এমন সতর্কবার্তা দিয়েছে পুলিশ। তবে সংবেদনশীল তথ্য হওয়ায় এবিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
গত ৬’ই জানুয়ারি ক্যাপিটল ভবনে বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশনের সময় নজিরবিহীন হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন