গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে বাসি খাবার বিক্রি ও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি খাবার হোটেল রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় হোটেল ও রেস্টুরেন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এসময় রাবেয়া হোটেলকে ৩ হাজার, মায়ের দোয়া ২ হাজার, শম্পা সিনাক্স ১০ হাজার, নিউ বিরিয়ানী হাউজ ৫ হাজার, খান সিনাক্স ৫ হাজার, রাজ হোটেল ৫ হাজার, ঐশি হোটেলকে ৫ হাজার করে ৭টি হোটেলকে ৩৫ হাজার জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্যানেটারি ইন্সপেক্টর শ্যামল কুমার বসু, পেশকার অপূর্ব দাস।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, শহরের চৌরঙ্গী এলাকার বেশ কয়েকটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, বাসি খাবার, একই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্য একসাথে মজুদ ও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় এসব রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত পুলিশ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন