সুনামগঞ্জ সংবাদদাতা: হাঁস পালন করেই স্বাবলম্বী সুনামগঞ্জের এজাহারুন মিয়া। তার পালন করা হাঁসের ডিম বিক্রি করেই কোটিপতি তিনি। খামারের উৎপাদিত ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বাইরেও। এখন তার দেখাদেখি অনেকেই হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন।
সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরপাড়ের এজাহারুন মিয়া। ২২বছর আগে অন্যের হাঁসের খামার দেখাশুনার চাকুরি করতেন। পরে আত্মীয়-স্বজনের কাছ থেকে আর্থিক সহায়তার মাধ্যমে ৩৫০ টি হাঁস নিয়ে খামার শুরু করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই অজানা রোগে সব হাঁস মারা যায়। ঋণগ্রস্ত হয়ে ছাড়তে হয় এলাকা। এর ১২বছর পর কিছু সঞ্চয় নিয়ে তিনি গ্রামে ফিরে আবারও হাঁসের খামার শুরু করেন। তবে এবার আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এক পর্যায়ে তিনি অপেক্ষাকৃত বড় জাতের হাঁস কিনে ডিমের ব্যবসার শুরু করেন। এখন তার খামারের ডিম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ হয়ে থাকে। এমনকি এই খামার থেকে ডিম কিনে বিদেশেও রফতানি করা হয়।
এজাহারুন মিয়া জানান, কার্তিক মাস থেকে হাঁসের পাড়া ডিম বিক্রি শুরু হয়। বৈশাখ মাস পর্যন্ত ডিম বিক্রি করে ভালো লাভ করেন তিনি।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানালেন, হাওরের এই জেলায় হাঁসের খামারিদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে নিয়মিত।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সুনামগঞ্জের বড় হাওরের পাড়ে হাঁসের খামার গড়ে অনেক বেকার যুবক স্বাবলম্বী হতে পারবেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন