নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে করোনা অতিমারীতে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সমাজের সর্বস্তরের জনগণসহ, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সকলকে কাজে লাগিয়ে তাঁর সরকার সময়পযোগী পদক্ষেপ গ্রহণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত অষ্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার সৌজন্য সাক্ষাতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
এসময় অষ্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, ‘টিকা দেয়ার ক্ষেত্রে অষ্ট্রেলিয়া থেকেও বাংলাদেশ এগিয়ে রয়েছে। অন্যান্য বিদেশী কূটনীতিকের সাথে তিনি ঢাকাতে করোনা টিকা নিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রীকে। এ সময় তিনি জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমুদ্র যাত্রায় অংশ গ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।
করোনা অতিমারী নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাংলাদেশের প্রশংসা করেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন