নিজস্ব প্রতিবেদক : সরকার দেশের জনগণকে নিজেদের প্রতিপক্ষ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একে একে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে ক্ষমতাসীনরা। যারই ফলশ্র“তিতে প্রধান নির্বাচন কমিশনার সবার সামনে নির্বাচন কমিশনারের সাথে বাকযুদ্ধে নেমে পড়ছেন।
স্বাধীনতার ইশতেহারের কোন দাবি আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পারেননি অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ভিন্ন কৌশলে একদলীয় শাসন কায়েম করেছে ক্ষমতাসীনরা।
গণতান্ত্রিক সংগ্রামের কারণেই খালেদা জিয়া আটক রয়েছন উল্লেখ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে সব রাজনৈতিক দল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। এর দায়ে তাদের আসামির কাঠগোড়ায় দাঁড়াতে বাধ্য করা হবে।
খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করতে জোরালো আন্দোলন প্রয়োজন উল্লেখ করে বিএনপির নেতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন