সাভার সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার (৩ ফেব্র“য়ারি) দুপুরে, সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে বাংলাদেশের এই অর্জন আনন্দ এবং গৌরবের।
সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর সকল ফর্মেশনসহ লজিস্টিক এরিয়া এবং চারটি স্বতন্ত্র ব্রিগেডের ১৫ টি দলে ১৩ জন নারী সেনা সদস্যসহ ২০০ জন চৌকষ ফায়ারার অংশগ্রহণ করেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন