নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত সংগীত শিল্পী জানে আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। করোনা হওয়ার পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। জানে আলমের গানের সংখ্যা চার হাজারের মতো। সকালে মগবাজারের নয়াটোলা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তার কফিন গ্রামের বাড়ি মানিকগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই বাদ আসর আরেকদফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সত্তর দশকের জনপ্রিয় এই শিল্পীকে ।
অসাধারণ গানের সৃষ্টি বছরের পর বছর স্মরণীয় করে রাখবে শিল্পী জানে আলমকে। পপ আর লোক ঘরানার সাথে অধ্যাত্মবাদের ছোঁয়ায়ই ছিলো জানে আলমের গানের বৈশিষ্ট্য।
জানে আলম করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও আক্রান্ত হয়েছিলেন নিউমোনিয়ায়। প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার লাইফ সাপোর্টে নেয়া হয় এই শিল্পীকে। সেখানেই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানে আলম।
বুধবার মগবাজারের নয়াটোলা মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার দীর্ঘদিনের বন্ধু, সহকর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন। জানে আলমের গায়কীকে স্মরন করে বলেন, তার গাওয়া গান অন্তরকে ছুঁয়ে যেতো।
স্বাধীনতার পরপরই গানের ভুবনে পা রাখেন শিল্পী জানে আলম। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়েই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। শুধু গান দিয়েই নয় জানে আলম তার প্রতিভা ছড়িয়েছে সুরকার, গীতিকার ও প্রযোজক হিসেবেও। তারই সৃষ্টি অনেক গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছে অনেক প্রতিষ্ঠিত শিল্পী।
জানে আলমের প্রয়ানে শেষ হলো স্বাধীনতার পর শুরু হওয়া পপ সঙ্গীতের একটি অধ্যায়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন