রাজশাহী সংবাদদাতা: বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপের দেখা মিলেছে দেশে। হিমালয় অঞ্চলের এই সাপের সন্ধান মিলেছে পঞ্চগড়ে। তবে, আহত অবস্থায় উদ্ধার করা এই সাপটির বর্তমানে চিকিৎসা চলছে রাজশাহীতে।
রেড কোরাল কুকরি সাপ। যার বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরিনসিস। দেখতে লালচে ধরণের সাপটি এতটাই বিরল যে, এর বিষয়ে তথ্যও অপ্রতুল। সাধারণত হিমালয় অঞ্চলে এর বসবাস হলেও খুব বেশি দেখা পাওয়া যায় না। বাংলাদেশে সাপটি পরিচিত কমলাবতী নামে।
বিরল এই সাপটির দেখা মিলেছে বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ বাজারে। একটি স্থাপনা ভাঙতে গিয়ে এর সন্ধান পাওয়া যায়। তবে এসময় সাপটি কিছুটা আহত হয়। এটি উদ্ধারের পর চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহীর স্নেক রেসকিউ অ্যান্ড কনজারভেশন সেন্টারে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সাপটি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাপটি সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে।
বিরল এই সাপ গবেষণায় নতুন সুযোগ করে দেবে বলে অভিমত প্রাণীবিদদের। চিকিৎসা শেষ হলেই বিরল প্রজাতির এই সাপটিকে নিয়ে শুরু হবে গবেষণার কাজ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন