মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জে স্কুল সহপাঠী রাকির হোসেন হত্যা মামলায় শাকিল আহম্মেদ মিঠুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ মিঠু মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলি এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে বান্দুটিয়া আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মামলা সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণে ২০১৮ সালের ২৭শে মার্চ মোবাইল ফোনে ডেকে নিয়ে সহপাঠী রাকির হোসেনকে কুপিয়ে জখম করেন শাকিল আহম্মেদ মিঠু। পরে রাকিবের মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে রাকিবের অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ খলিলুর রহমান বাদি হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলার দায়ের করেন। ২০১৯ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। দোষ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামি সবুজ মিয়া, মোহাম্মদ রকি, মোহাম্মদ আহাদ ও জনি মিয়াকে খালাস দিয়েছে আদালত।
এদিকে, মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম সন্তুষ্ট হলেও আসামিপক্ষের আইনজীবী নুরুল ইসলাম বাদশা আপিল করার কথা জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত পুলিশ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন